জুলাই ৮, ২০২৫
Home » কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে ৬হাজার ৫শত টাকা জরিমানা আদায়
IMG_20250625_000824
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি 
কিশোরগঞ্জের কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১১টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা আদায় করেন।
মঙ্গলবার ২৪ শে জুন বিকেলের পর কটিয়াদী  উপজেলা ভূমি অফিস সংলগ্ন ভৈরব – কিশোরগঞ্জ রোডের পাশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হেলমেট ও লাইসেন্সবিহীন মটরসাইকেল চালানোর অপরাধে ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইনে ১১টি মামলায় মোট ৬৫০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলাম। এ সময় তাদের সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের   অফিস সহকারি মোঃ আতাউর রহমান খান ও কটিয়াদী মডেল থানার একদল পুলিশ। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা রোধ সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমান  আদালত পরিচালনা করা হয়েছে। আজ ১১ টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে প্রয়োজনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *