জুলাই ৮, ২০২৫
Home » গবেষণা ও উদ্ভাবনকে সুরক্ষা দেওয়ার জন্য আইপি রাইট সম্পর্কে সচেতনতা প্রয়োজন —–সিকৃবি ভিসি
24

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ সিলেট 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (আইপি) রাইট” বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষক ও গবেষকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং গবেষণালব্ধ জ্ঞানকে সুরক্ষিত করার বিষয়ে ধারণা দেওয়া।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, “প্রতিনিয়ত গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি, জাত এবং পণ্য তৈরি হচ্ছে। এসব উদ্ভাবন ও চিন্তাভাবনাকে সুরক্ষা দেওয়ার জন্য আইপি রাইট সম্পর্কে সবার সচেতনতা অত্যন্ত জরুরি। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে গবেষণায় উদ্ভাবিত মৌলিক চিন্তা বা প্রযুক্তির মালিকানা ও স্বত্বাধিকার নিশ্চিত করার জন্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংক্রান্ত আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।”তিনি আরও বলেন, “আইপি রাইট শুধু উদ্ভাবনকে সুরক্ষা দেয় না, বরং গবেষণার প্রকৃত মূল্যায়নের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি, এই কর্মশালা অংশগ্রহণকারীদের আইপি সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।কর্মশালায় “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (আইপি) রাইট” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান। তিনি আইপি রাইটের বিভিন্ন দিক, এর প্রকারভেদ, পেটেন্ট আবেদন প্রক্রিয়া, গবেষণার স্বত্ব সংরক্ষণ এবং আইনি দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন পর্যায়ের ৮০ জনের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা কর্মশালাকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *