

মো:মোবারকুল্লাহ, বাঞ্ছারামপুর ব্রাক্ষণবাড়ীয়া
আসন্ন ২৮ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য চরমোনাই’র কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে আজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক বিশাল শোডাউনের আয়োজন করা হয়।
এই শোডাউনে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো তৌহিদি জনতা জমায়েত হন। বিশাল এই মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চরমোনাই পীর সাহেবের আহ্বানে সাড়া দিয়ে সবাইকে ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগদানের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন,
> “২৮ জুনের সম্মেলন শুধু একটি জমায়েত নয়, বরং এটি দেশের ইসলামপ্রিয় জনতার ঐক্য, আদর্শ ও অধিকার আদায়ের মঞ্চ। চরমোনাইর ডাকে সারাদেশের মানুষ জেগে উঠেছে, বাঞ্ছারামপুরের আজকের শোডাউন তারই প্রমাণ।”
শোডাউনে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য র্যালি, কালেমার পতাকা ও ইসলামী স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা।
এছাড়াও স্থানীয় প্রশাসনের নিরাপত্তা ও নজরদারির মধ্যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২৮ জুন ঢাকা মহানগরে চরমোনাই’র পীর সাহেব হুজুরের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক সম্মেলনকে ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচি।