জুলাই ৮, ২০২৫
Home » পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
FB_IMG_1750849780126
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”- প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায়
বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে সচেতনতা মূলক র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এবং ডিএসকে নবপল্লব এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ডরপ উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, ডিএসকের মনিটরিং অফিসার মোঃ রেজাউল ইসলাম, জাগরণী’র ম্যানেজার ফরিদুল ইসলাম, ডিএসকের মোঃ জাহিদুর রহমান, সিএ কৃষ্ণপদ মন্ডল, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের উদ্যোগে বয়েরা স্লুইসগেট থেকে হাড়িয়া ব্রীজ পর্যন্ত ২ কিঃমিঃ রাস্তাটির দু’ধার সবুজায়ন করতে ২ হাজার ঝাউগাছ রোপনের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে নিয়ে ৩টা ঝাউগাছ রোপণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *