জুলাই ১২, ২০২৫
Home » রামগতিতে কৃষি প্রণোদনা উদ্বোধন
1000015716
মোঃ হাসান হাওলাদার, কমলনগর রামগতি উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে ২০২৪-২৫ অর্থ বছরে ২২ শত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সহায়তা প্রদান কর্মসূচির কৃষি প্রণোদনা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ঝন্টু বিকাশ চাকমা, রামগতি সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মো. মুহাইমিন,
রামগতি থানা ওসি তদন্ত মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটু,
জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন বাবলু ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী,
জুলাই বিপ্লব ছাত্র সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সরকার ২০২৪-২৫ অর্থ বছর খরিপ-২/ মৌসুমে প্রনদোনা কর্মসূচির আওতায় রোপা-আমন ধান (উফশী), গ্রীষ্মকালীন উফশী জাতের শাক সবজি, মরিচ (হাইব্রিড) বীজ, নারিকেল, তাল, আম এবং দেশীয় জাতের (নিম, বেল,জাম,ও কাঠাল) ফলের চারা ও সার ক্ষুদ্র পান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ২২শ’ কৃষক কৃষাণীকে প্রদান করা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *