জুলাই ৮, ২০২৫
Home » সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী প্রধান সড়কের বেহাল অবস্থা পুটিংয়ের কাজ চলমান, কুলিয়া ব্রীজটির বেহাল অবস্থা
20250624_215977
আবুল হাসান স্টাফ রিপোর্টার 
সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী প্রধান সড়ক। হাজার হাজার জনসাধারণের যাতায়াতের একমাত্র সড়ক।সড়কটির মাঝে মধ্যে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি। হালকা বৃষ্টি হওয়ায় গর্তে পানি জমে জনদুর্ভোগ। যানবাহন  সাতক্ষীরা থেকে ছেড়ে কালীগঞ্জে যেতে ব্যাপক ধাক্কাধাক্কিও ঝনঝন শব্দে বিরক্তিকর সহ্যকরতে হয়।সময়ের মধ্যে নির্দেষ্ট্র স্থানে পৌঁছাতে অধিক পরিমাণ সময় লেগে যায়। সড়কটির মধ্যে দেবহাটা উপজেলার কুলিয়ায় শহীদ মিনার সংলগ্ন পারাপার ব্যবস্থা ব্রীজ। ব্রীজটির দুই ধারের পাকাপোক্ত ঢালাই রেলিংয়ের ফাটল।বেশকিছু দিন ধরে ব্রীজটি ফাটল ধরে জনসাধারণের পারাপারের সময়ে বিপদ হওয়ার আশঙ্কা অবস্থায়। মঙ্গলবার সরজমিন উক্ত এলাকায় পরিদর্শন কালে যেয়ে ব্রীজটির ঢালাই লেভার দিয়ে  ভাংতে দেখা যায়।পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রার ফিরোজ গাজী নামের এক মিস্ত্রি কতৃক কাজটি নিয়েছে।তিনি থেকে লেভার দিয়ে পুরাতনও ফাটল ধরে থাকা অবস্থায় ব্রীজটি সংস্কারের লক্ষে কাজটি নিয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকের কাছে ব্রীজটির বিষয়ে জানতে চাইলে বলেন, ভাঙ্গা শেষনা করে পৃথক পৃথক ভাবে যেমন তেমন করে  ঢালাই করে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনই জানিয়েছেন বলে জানা যায়। এক কথাই  সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী প্রধান সড়কও ব্রীজটির বেহাল অবস্থা,কোন রকম পুটিংও ব্রীজটিতে যে-মন তেমন ঢালাই। সচেতন মহলের পক্ষে সড়কে পুটিংও ব্রীজটিতে কেমন ঢালাই করা হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষে দেখার দাবী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *