
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও মোটরসাইকেল চাপায় মোটরসাইকেলের যাত্রী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার বেলা ১২ টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল সড়কের মোলামগাড়ী বামনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরবানু (৩৬) বগুড়া সদর থানার বাগইল (অজাকপুর) এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন, মোটরসাইকেল চালক নিহত নুরবানুর ভাতিজা সৌরভ (২৪)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কামতারাগ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন জানান, মোটরসাইকেলটির চালক তার ফুফুকে নিয়ে মোলামগাড়ি হাটের পশ্চিম দিকে করিমপুর বামনগ্রাম এলাকায় আসলে তার রাস্তার বাম পাশে ভিজা ধানের (খড়) উপর চাকা স্লিপ কেটে পড়ে গেলে রাস্তার ডান পাশে চালকের ছিটকে পড়ে তার ফুফু । এসময় পূর্ব দিক থেকে চলে আসে একটি ফাঁকা ট্রাক। ট্রাকের নিচে পড়ে গেলে তখনই তার মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।