জুলাই ১২, ২০২৫
Home » দুমকীতে ইভটিজিং ও প্রকাশ্যে শারীরিক হেনস্তাসহ ‎ছিনতাইয়ের অভিযোগ
1000103346

মোঃ সজিব সরদার ,ক্রাইম রিপোর্টার

 

প্রকাশ্য রাস্তায় এক যুবতীর পথরোধ করে শারীরিকভাবে হেনস্তা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকীতে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অপরদিকে অভিযুক্ত যুবক নিজেকে ভুক্তভোগীর প্রেমিক হিসেবে দাবি করেছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা মোসাঃ ছানিয়া আক্তার (২২) চরবয়রা এলাকার রহিম মাওলানার বাড়ির দিকে যাওয়ার সময় আঃ রহিম কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে মোঃ সাইফুল ইসলাম রনি (২৬) তাঁর পথরোধ করে। এ সময় রনি বলে, “তুই কার সঙ্গে মোবাইলে কথা বলিস,তোকে অনেক দিন খুঁজছি, আজ তোকে একা পেয়েছি।” এই কথা বলে তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বোরকা ও হিজাব ধরে টানাহেঁচড়া করে গলায় থাকা সাত আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

‎ভুক্তভোগী তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ছানিয়া আক্তার থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।‎অভিযোগে তিনি আরও দাবি করেন, রনি এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সদস্য, তার বিরুদ্ধে স্থানীয়ভাবে আরও নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

‎অন্যদিকে অভিযুক্ত রনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “ছানিয়ার সঙ্গে আমার তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। মোবাইলটিও আমি কিনে দিয়েছি। আমি শুধু জানতে চেয়েছি, সে কার সঙ্গে কথা বলছিলো।” তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “ছানিয়া বিভিন্ন ছেলেকে টার্গেট করে মোবাইল ও টাকা হাতিয়ে নেয়।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক গণকণ্ঠকে বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *