জুলাই ১২, ২০২৫
Home » দেবহাটার পারুলিয়া নোড়ারচকও খলিশাখালী পিচের রাস্তার কাজে মাটি প্রয়োজন, ঘের থেকে মাটি নিতে পারে কেউ বাঁধা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আইনের আওতায় নেওয়ার দাবী
20250626_180841
আবুল হাসান স্টাফ রিপোর্টার

যে কোন রাস্তার সাইটে স্লোব না থাকলে রাস্তা স্থির হয়ে থাকেনা। রাস্তা টেকসই করে রাখতে রাস্তা শুধু সোজাসাপ্টা করলে থাকেন।বিশেষ ভাবে প্রয়োজন স্লোব। কিছু রাস্তা রয়েছে, এর দুই ধারে নোনাপানিও মৎস্য চাষের ঘের। ঘেরের পানির ঢেউ রাস্তার গোড়ায় লাগলে সেখান থেকে মাটি সরে যেয়ে রাস্তা নষ্টের দিকে যায়।২৬ জুন বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় নোড়ারচকও খলিশাখালী পিচের রাস্তায় কাজের বিষয় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি দেবহাটা এলজিইডি কর্মকর্তাদের নজরে পড়েও সংবাটি খুবই সত্য এমনই আনান্দ উপভোগ।এসময়ে আমাদের প্রতিনিধিকে বলেন,আমাদের ইচ্ছা সকল সময়ে ভালোও সুন্দর রাস্তার সহ- কাজ করে জনসাধারণের যাতায়াতের পথটি করার। এরপাশাপাশি স্থানীয়দের কিছু সহযোগিতা প্রয়োজন। সুত্র হচ্ছে,সরকারী রাস্তা এরপাশে রাস্তার সাইটে  স্লোব থাকে। সেই স্লোবটি রাস্তার সাইটে না থাকায় ভোগান্তি রাস্তা করতে। রাস্তায় পিচের পুর্বে সাইটের ঘেরশুকাতে হবে। এরপর ঘেরের থেকে শক্তমাটি রাস্তার সাইটে দিতে হবে। এরপর রাস্তাটি মজবুত হওয়া সম্ভব। রাস্তার সাইটে মজবুত করে পিচকরলে খুবই ভালো হবে এমনই এলজিইডির পক্ষে জানান বলে জানা গেছে। রাস্তা করতে পাশের ঘেরশুকনাও রাস্তা করতে দুই ধারের থেকে কয়েক ফিট্ যায়গা প্রয়োজন। রাস্তা করতে দুই ধারের পাকাপোক্ত ঢালাই পাইলিং করার প্রয়োজন হলে সেটি করতে হবে এমনই সরকারী কাজে কেউ বাঁধা বিঘ্ন ঘটালে সচেতন মহলের পক্ষে আইনগত ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *