জুলাই ১২, ২০২৫
Home » ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা
1000064841 (1)
মোঃ হাবিবুর রহমান ,স্টাফ রিপোর্ট 
নওগাঁর ধামইরহাট পৌরসভা পর্যায়ে অংশগ্রহন মূলক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ টায় ধামইরহাট পৌরসভার আয়োজনে এবং ইএসডিও‘র গোফর ইমপ্যাক্ট কর্মসূচির সহযোগীতায় পৌর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইএসডিও‘র গোফর ইমপ্যাক্ট কর্মসূচির কোঅর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং প্রণব কুমার, কোঅর্ডিনেটর টেকনিক্যাল সার্ভিস সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার গীতা মিস্ত্রি, পারভীন সুলতানা, ওয়ার্ড আউটরিচ এ্যন্ড মুবিলাইজেশান অফিসার মোশাররফ হোসেন, শাহানাজ পারভীন, শাপলা বানু, রওজা আক্তার হাসি প্রমুখ। কর্মশালায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজ ও স্টেকহোল্ডার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা ও সমাধানের ওপরে উন্মোক্ত আলোচনা প্রদান করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *