
মোঃ আব্দুল আজিজ মণডল ,ধামইরহাট নওগাঁ প্রতি নিধি
ধামইরহাট নওগাঁ প্রতি নিধি, নওগাঁর ধামইরহাট উপজেলায় সারা দেশে মতো রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শান্তি পূর্ণ অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া না গেলেও ধামইরহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪জন আলিম পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন।এ কেন্দ্রে ২৪৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ৪জন আলিম পরীক্ষার্থী কে বহিষ্কার করেন। ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ কেন্দ্রে ১৫৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন, এ কেন্দ্রে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোসা জেসমিন আক্তার পরিদর্শন করেন। ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩৫৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।