জুলাই ১২, ২০২৫
Home » পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হামলা ও মারপিটে মা-ছেলে আহত; থানায় এজাহার দাখিল
Messenger_creation_0F5B06D7-6BBC-457F-8673-1825C0CC1FFD (1)
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা খুলনা  প্রতিনিধি
পাইকগাছার তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা-মারপিটে মা-ছেলে আহতের  ঘটনায় থানায় এজাহার হয়েছে। চিকিৎসাধীন আহত  ময়না রানীর  ছেলে  চাঁদখালীর  মৌখালীর বাসিন্দা রবীন্দ্রনাথ সানা বাদি হয়ে অভিযুক্ত মনোরঞ্জন সানা গংদের বিরুদ্ধে  বুধবারে  থানায় এজাহার দাখিল করেছেন।
জানাগেছে, অতিবৃষ্টিতে মাছ ধরতে বিলে জালপাতা নিয়ে এ ন্যাক্কার জনক মারপিটের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রবীন্দ্রনাথ নাথ সানা জানান, ক’দিনের অতিবৃষ্টিতে বিলে মাছ ধরতে ১৮ জুন সকালে  আমার জমিতে ভাগ্নে ৮ম শ্রেনীর ছাত্র শক্তি মন্ডল (১৪) জাল পাতে। ঐদিন কেন কারন ছাড়াই  প্রতিবেশি মনোরঞ্জন সানা সেই জাল টেনে-হেচড়ে ছিড়ে ফেলে দেয়। ঘটনা সস্পর্কে শিশু শক্তি জানান,ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দেখি মনোরঞ্জন সানা আমার দাদু শিবপদ সানার জমি থেকে কারেন্ট জাল তুলে টেনে-হেচড়ে ছিড়ে ফেলে  দিয়েছে। শক্তি অভিযোগ করেন, এ সময়  দু’ এক কথার এক পর্যায়ে  মনোরঞ্জন সানা তার জমির সামনে কেন জাল পেতেছি বলে ক্ষিপ্ত হয়ে আমার ঘাড় ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে।
পরবর্তীতে শিশু  শক্তি বাড়ী ফিরে পরিবারের কাছে খুলে বললে তার দিদিমা এ মামা বিষয়টি নিয়ে মনোরঞ্জন সানার কাছে কারন জানতে চায়। এ নিয়ে দু’পক্ষই তর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে রবীন্দ্রনাথ সানা অভিযোগ করেন এক পর্যায়ে মনোরঞ্জন সানা (৫২) হুকুমে  তার দু’ছেলে অনিল(৩০) গোপনাথ (২৭) শাবল ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে মারপিট করলে  মা ময়না রানী (৫৭) ও ভাই রাজীব সানা(৩০) গুরুতর ভাবে আহত হয়। প্রথমে আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, মনোরঞ্জন সানা দু’পক্ষের হাতাহাতির কথা বললেও  অতিরিক্ত মারপিটের কথা অস্বীকার করেন।
এ বিষয় ওসি রিয়াদ মাহমুদ এ ঘটনাটি তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *