জুলাই ১২, ২০২৫
Home » ফটিকছড়ি আওয়ামীলীগ নেতা আবদুল কাদের এখন চট্টগ্রাম জিয়া মঞ্চের সহ-সভাপতি
1000137454
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনীতিতে বার বার ফিরে আসছে হাইব্রিড নেতৃত্ব কারণ হাইব্রিডরা সব সময় দলের প্রথম সারিতে থেকে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে ফলে দলের বদনাম হয়।
চট্টগ্রামের ফটিকছড়িতে কয়েকজন পরিচিত আওয়ামী লীগ নেতা হঠাৎ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন এবং বিএনপির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ  পদে জায়গা করে নেওয়ার অভিযোগ রয়েছে।ফটিকছড়ি রোসাংগীরি  ইউনিয়ন যুবলীগ নেতা ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব বিশস্ত সহযোগী মোঃ আব্দুল কাদের সে ৫ ই আগস্ট ২০২৪ ইং পর্যন্ত ছিল আওয়ামীলীগের তৈয়ব বাহিনীর একজন শীর্ষ স্থানীয় অস্ত্রধারি  ক্যাডার।২০২৪ সালের ৪ এপ্রিল আবদুল কাদের তৈয়ব গ্রুপের স্ব- সশস্ত্র সন্ত্রাসীদেরকে নিয়ে তার ঘরে ইফতার পার্টির নামে ফটিকছড়ি থেকে বিএনপি জামায়াত উৎখাতের পরিকল্পনাও করে
মো:আবদুল কাদের ও তার ছোট ভাই জাকারিয়া অস্ত্র নিয়ে বিভিন্ন সময়ে মহড়া দেয়।তার বিরুদ্ধে এলাকাবাসীরা মানববন্ধনও করে,তার নামে ফটিকছড়ি থানায় একাধিক মামলাও রয়েছে।দৈনিক মানবাধিকার প্রতিদিন থেকে আবদুল কাদের এর প্রতিবেশী নেজাম ড্রাইভারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আবদুল কাদের একজন অস্ত্রধারি সন্ত্রাসী।সে দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলো এখনো সে অস্ত্র নিয়ে এলাকাবাসীকে অস্ত্রের ভয় দেখায়।নাম প্রকাশে অনিচ্ছুক তার তার এক প্রতিবেশী বলেন আমি বিএনপি রাজনীতি করি,বিএনপির রাজনীতি করার অপরাধে কাদের আমাকে জীবন নাশের হুমকিও দিয়েছিল অথচ ৫ই আগষ্টের পরে আবদুল কাদের এর মতো সন্ত্রাসীদের কে বিএনপির জিয়া  মঞ্চে দেখে আমি বিস্মিত।আবদুল কাদেরের প্রতিবেশী ইকবাল(সার্ভেয়ার)এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন কাদের এক জন  সন্ত্রাসী সে মোবাইল ফোনে আমার পরিবার ও আমাকে একাধিক বার হুমকি দিয়েছে বর্তমানে সে বিএনপির রাজনীতি করে এতে আমরা হতাশ,কাদের আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছিলো এখন আবার বিএনপি রাজনীতিতে যুক্ত হয়েছে এধরণের সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি।
উত্তর জেলা বিএনপি নেতা শেখ সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কাদের এর বিষয়ে যা আপনারা জানেন তা আমিও জানি,তবে জিয়া মঞ্চ নামে সংগঠনের নাম ৫ই আগষ্টের পরে শুনছি।স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মো:কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে বলেন কাদের বিষয়ে মিডিয়া যতটুকু জানে তার সত্যতা যাচাইয়ের জন্য এলাকার নিরীহ মানুষ কে জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলবে,কাদের বিএনপির রাজনীতি করে কি-না? জানতে চাইলে কামাল উদ্দিন বলেন লোকমুখে শুনেছি কাদের শহরে  বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে।অথচ কাদের এক জন চিহ্নিত আওয়ামীলীগ এবং সন্ত্রাসী।
মো:কাদের এর বিষয়ে ফটিকছড়ি থানায় যোগাযোগ করলে ফটিকছড়ি থানার পুলিশ কর্মকর্তা ফারুক জানান আবদুল কাদের একজন ওয়ারেন্টভূক্ত আসামী, সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। আমরা খুব শীঘ্রই তাকে গ্রেফতার করব।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *