জুলাই ১২, ২০২৫
Home » ফরিদগঞ্জে মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে বালুর ট্রাকের চাপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার
1000012461
এ কে পাটওয়ারী  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে আসার সময়  সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি।বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের কালিরবাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের গাইনের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল লতিফ।
নিহতের ভাগনে সোহেল জানান, “আমার মামা দেলোয়ার হোসেনকে নিয়ে আমি মোটরসাইকেলে করে গিয়েছিলাম নয়ারহাট এলাকায়। সেখানে তাঁর বড় মেয়ে লামিয়ার জন্য পাত্র দেখতে যাই। ফেরার পথে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে মামা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক আরমান বলেন, “ফরিদগঞ্জ থেকে চাঁদপুরমুখী একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালকের পেছনে বসা আরোহী মারা যান।”
নিহতের পরিবার জানায়, দেলোয়ার হোসেন এক সময় সৌদি আরবে কাজ করতেন। প্রায় চার বছর আগে তিনি দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। তাঁর দুই মেয়ে—বড় মেয়ে লামিয়া এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং ছোট মেয়ে অনিয়া সপ্তম শ্রেণিতে পড়ে। নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী বর্তমানে গর্ভবতী।
দুর্ঘটনার পর ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই আবু তাহের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *