জুলাই ১২, ২০২৫
Home » মুলাদীতে টিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
1000115601

‎মোঃ সজিব সরদার ‎ক্রাইম রিপোর্টার

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরিশালের মুলাদী উপজেলায় ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।‎বৃহস্পতিবার (২৬ জুন) মুলাদী শহীদ আলতাফ মাহামুদ অডিটোরিয়ামে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সীমা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, পিএএমএস।

‎প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

‎সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।উল্লেখ্য, টিডিপি মৌলিক প্রশিক্ষণ- ৩য় ধাপ সমাপনী অনুষ্ঠান কার্যক্রম বরিশাল বিভাগের ৬টি জেলায় একই সাথে সম্পন্ন হয়েছে, যা টিডিপি সদস্যদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *