জুলাই ১২, ২০২৫
Home » মৌলভীবাজারের বড়লেখায় ২৩ বছর ধরে সোর্সের আড়ালে মাদক ব্যবসা অবশেষে গ্রেফতার
IMG_20250625_223050
মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখার দুর্গম এলাকায় রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ি ইফসুফ উদ্দিনকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে প্রায় দেড়ঘন্টা ওঁৎ পেতে বসত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ি ইউসুফ উদ্দিন ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে। বুধবার (২৫ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, সীমান্ত এলাকার বাসিন্দা ইউসুফ উদ্দিনকে সরকারের একটি বাহিনী সীমান্তের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সোর্সের দায়িত্ব প্রদান করে। প্রায় ২৩ বছর ধরে সোর্সের আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সোর্স পরিচয়ে বিভিন্ন লোকজনকে হয়রানীরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় এলাকায় হয়ে ওঠে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামি ইউসুফ উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁকি নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার ও তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *