জুলাই ৮, ২০২৫
Home » রায়পুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩
1000020419
আশরাফুল আলম জীবন রায়পুর লক্ষীপু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাব্বি (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার ভূঁইয়া রাস্তা চৈতালি দীঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সবুজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশার সঙ্গে রাব্বির মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাব্বি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত শাহ আলম, হুমায়ুন ও তারেককে গুরুতর অবস্থায় প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ঢাকা ও লক্ষ্মীপুরে রেফার করা হয়। চিকিৎসকরা তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *