জুলাই ৮, ২০২৫
Home » সন্দ্বীপের সন্তান মাষ্টার সাইফুলকে “ব্যতিক্রমী সাহসিকতা সম্মাননা” প্রদান
1000134836 (1)
মোবারক হোসাইন, সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ-বাঁশবাড়িয়া এবং চাঁদপুরের হরিণা-শরীয়তপুর নৌরুটে ব্যতিক্রমী সাহসিকতার স্বীকৃতি স্বরূপ ‘BIWTC Exceptional Bravery Award – 2025’ পেয়েছেন সন্দ্বীপের সন্তান মাষ্টার শামসুল আলম (সাইফুল)। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (BIWTC) আয়োজিত এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সম্প্রতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (কারিগরি), BIWTC। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BIWTC-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ সলিমুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “BIWTC-এর ইতিহাসে এই প্রথমবারের মতো নাবিক দিবস উদযাপন করা হলো। এটি আমাদের নাবিক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এমন আয়োজন আমাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ ও আন্তরিক করে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান, পরিচালক (বাণিজ্য)। তিনি বলেন, “আজকের এই সম্মাননা অনুষ্ঠান আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। সাহসিকতার উদাহরণ সৃষ্টি করে যাঁরা সম্মাননা পেয়েছেন, তাঁরা আমাদের মাঝে সাহস ও আত্মবিশ্বাসের নতুন দ্বার উন্মোচন করেছেন।”
অনুষ্ঠানে ফেরি মাষ্টার (কপোতাক্ষ) মাষ্টার শামসুল আলম (সাইফুল)-কে চট্টগ্রাম ও চাঁদপুর রুটে ব্যতিক্রমী সাহসিকতা দেখানোর জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে মাষ্টার সাইফুল বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার সন্দ্বীপবাসী এবং সকল সাধারণ মানুষের। তাঁদের দোয়া ও ভালোবাসা আমাকে এই সাহস ও দক্ষতা দিয়েছে। আমি চাই, আগামীতেও জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করতে।”
এই আয়োজনে BIWTC এর কর্মকর্তাসহ নৌপরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল একটি ব্যতিক্রমী উদাহরণ, যা ভবিষ্যতের জন্য সাহসিকতা এবং মানবিকতার এক অনন্য বার্তা বহন করে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *