

মোবারক হোসাইন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১২টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হুনাজির গো তেমথা এলাকার উত্তরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম প্রতিদিনের মতো পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামছিলেন। কিন্তু পুকুরে পূর্ব থেকেই একটি বৈদ্যুতিক মোটরচালিত পাম্প চালু ছিল। ধারণা করা হচ্ছে, পাম্পের মাধ্যমে পুকুরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় তিনি পানিতে নামার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সন্দ্বীপ ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেলিমকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঈনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা একটি মোবাইল ফোনের মাধ্যমে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি। পুকুরে বৈদ্যুতিক মোটরচালিত পাম্প থাকায় সেটির মাধ্যমে পানি বিদ্যুৎতায়িত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।