

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে নকল মুক্ত ও প্রশ্ন পত্র ফাঁসে কঠোর নিরাপত্তায় সুশৃঙ্খল পরিবেশে এইচ এসসি ও সমমান পরিক্ষা শুরু হয়েছে। আজ ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে যথা সময়ে উপজেলা প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরনসহ স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষা শুরু হয় এইচ এস সি ও সমমান পরিক্ষা।
ঘাটাইলে প্রধান কেন্দ্র ঘাটাইল সরকারি জি বি জি কলেজসহ ৫ টি কেন্দ্রে যথা সময়ে পরিক্ষা শুরু হয়। এতে ৫১৩৮ (পাচ হাজার একশত আটত্রিশ) জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এছাড়া সুষ্ঠু, নকল মুক্ত ও প্রশ্ন ফাস সহ সকল ধরনের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন ঘাটাইল উপজেলা প্রশাসন। পরিক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকটি কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, সুন্দর ও মনোরম পরিবেশে পরিক্ষা দিতে পারছে শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁস রোধে এবং নকলমূক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।