জুলাই ৮, ২০২৫
Home » হিলিতে উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষাথীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করেন ছাত্রদল
6917
 মোঃওয়াজ কুরনী, দিনাজপুর হিলি প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি আলোকে, হিলিতে  উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষাথীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ এবং অভিভাবকদের জন্য খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেন ছাত্রদল।
দিনাজপুর ছাত্রদলের নির্দেশে হাকিমপুর ও পৌর ছাত্রদলের আয়োজনে আজ সকাল থেকে হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজের সামনে উচ্ছ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন পৌর ছাত্রদলের আহবায় রেজাউল প্রধান রিমন, সদস্য সচিব রেইন প্রধান, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়র চঞ্চল হোসেন, সদস্য জয়নাল আবেদীন লিটন সহ অনেকে।
হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন বলেন, আজ থেকে সারা দেশের ন্যায় হিলিতে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে সমস্যা না হয়। সেই আলোকেই পরিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হচ্ছে, এবং পরীক্ষা শুরু হওয়ার পর অভিভাবকরা নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করা সহ তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন যতদিন পরীক্ষা চলবে ততদিন ছাত্রদলের পক্ষ থেকে এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *