জুলাই ১২, ২০২৫
Home » হিলিতে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মাদক ও অবৈধ পাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
6994
 
মোঃওয়াজ কুরনী, দিনাজপুর  হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কুইজ প্রশ্নের উত্তর দাতা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন)  জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি) আয়োজনে হিলি সীমান্তের ফেরদৌস আলী স্কুল এন্ড কলেজ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল আরিফুল ইসলাম দৌলা। এছাড়াও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল হুদা খাঁন প্রমুখ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যর শুরুতে মাদক কাকে বলে বা মদক গ্রহণ করলে আমাদের কি ক্ষতি হতে পারে এমন প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনা এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন।
তিনি আরও জানান, শুধু হিলি সীমান্ত দিয়ে না আমাদের পার্শ্ববর্তী ভারত ও মায়ানমার থেকে কোন সীমানা দিয়ে যেন মাদকদ্রব্য নিজ দেশে প্রবেশ করতে না পারে এবং আমাদের ছাত্র বা যুবসমাজ কে ধংস করতে না পারে সে জন্য আমরা বিজিবি বদ্ধপরিকর। মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। আমাদের দেশে মাদকদ্রব্য প্রবেশ ও অবৈধ পাচারের বিষয়ে কোন তথ্য জানা থাকলে, সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানর  আহবান জানিয়ে তিনি বলেন তবেই আগামী দিনে সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মান সম্ভব।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং খেলাধুলায় আগ্রহী করতে খেলার সামগ্রী উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *