

মোহাম্মদ ইউসুফ ক্রাইম রিপোর্টার ,রামগড়
খাগড়াছড়ির রামগড়ে সরকারি রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন সময় এক শ্রমিককে অপহরণের চেষ্টা করে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরাসন্ত্রাসীরা
এতে নির্মাণ শ্রমিক ও স্থানীয় গ্রামবাসীদের বাধারমুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা
বুধবার (২৫ জুন) ২০২৫ রামগড়ের সোনাইআগা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মূলত ইউপিডিএফ সন্ত্রাসীরা ঠিকাদারের নিকট চাঁদা চাইলে দিতে অস্বীকৃতি জানায় ঠিকাদার এজন্যই ওই শ্রমিককে অপহরণের চেষ্টা চালায় ইউপিডিএফ সন্ত্রাসীরা এমনটাই বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো: নুরুল হোসেন নুরু।
মোঃ নুরুল হোসেন নুরু, রামগড় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সোনাইআগা রাস্তা কার্পেটিং এর কাজ চলছিল।
বুধবার বেলা ২টার দিকে কাজ চলা অবস্থায় একটি মোটরসাইকেলে করে ইউপিডিএফের দুইজন সন্ত্রাসী সাইডে এসে কর্মরত শ্রমিক মোঃ জহিরকে একপাশে ডেকে নিয়ে তাদের অনুমতি ছাড়া রাস্তার কাজ কেন করা হচ্ছে এসব প্রশ্ন করে।
এ নিয়ে ওই দুই সন্ত্রাসীর সাথে শ্রমিকের ভাগ বিতোন্ডা হয় একপর্যায়ে সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় অন্য শ্রমিক এবং স্হায়ীরা সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে আসেন এবং তারা ইটপাটকেল ছোঁড়ে সন্ত্রাসীদের ধাওয়া করেলে অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান।
ঠিকাদার নুরু আরো বলেন, এ ঘটনায় সোনাইআগা গ্রামের পাহাড়ি-বাঙ্গালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বলেছে, উন্নয়ন কাজের কোন বাধা তা বরদাস্ত করবে না সাধারণ মানুষ সন্ত্রাসীদের যে কোন বাধা বা উৎপীড়ন সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন গ্রামবাসী ঠিকাদার নুর হোসেন নুরু আরো বলেন, বিজিবি খবর পেয়ে টহলে এসেছে এবং রামগড় থানাকেও এ বিষয়ে জানানো হবে।