জুলাই ১২, ২০২৫
Home » অষ্টগ্রামে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি মধ্যে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে আহত: ৩০ 
1000040003
বিজয় কর রতন, মিটামইন, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ এর হাওর উপজেলা অষ্টগ্রামের আবদুল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্ৰামে মঙ্গলবার সকাল ও দুপুরে আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা গ্রুপ ও একই গ্ৰামের বাঘা বাড়ির জলিল হাজী (জাপা) ও একই বাড়ির আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অন্ততঃ ৩০ জন আহত হন। আহতদের মধ্যে বাঘা বাড়ির জলিল হাজী গ্রুপের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন সোহেল (৪০)ও বাচ্চু (৫০) কে কিশোরগঞ্জের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।অন্যদিকে একই গ্রুপের বাচ্চুর মা রুপসা বেগম (৭৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামাল গ্রুপের আহতদের মধ্যে গুরুতর ফুল মিয়া (৪০) ও মুখলেস (৩৫) কে অষ্টগ্রাম উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা জানান, তিনি গত সোমবার ৩০ শে জুন পুরাতন বাজারে আরাফাত রহমান খুকু ফুটবল টুর্নামেন্টের স্থান পরিদর্শন করতে গেলে বাঘা বাড়ির জলিল হাজীর লোকজন কামাল পাশা কে হুমকি দেয় । এমনকি তাকে আটকে রাখার চেষ্টা চালায়। এই ঘটনার পর দক্ষিণ পাড়ার বিএনপির সমর্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার সকালে সংঘর্ষে লিপ্ত হয়। জলিল হাজী গ্রুপের নেতা সোহেল জানায়, সকালে পরিকল্পিত ভাবে কামাল পাশার লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। এবং লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। আবদুল্লাপুর পুলিশ ক্যাম্পের এস,আই হুমায়ূন কবির জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ কোনো পক্ষ এই করেনি। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *