জুলাই ১২, ২০২৫
Home » চিলমারীতে শতবর্ষী কড়ই গাছে রহস্যজনক আগুন, ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা 
Oplus_131072

Oplus_131072

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় শতবর্ষী একটি কড়ই গাছের গহ্বরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখা গেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে শুরু হওয়া এ অস্বাভাবিক ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে।ঘটনার পরপরই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস চেষ্টা করলেও গাছের ভেতরে জ্বলতে থাকা আগুন নিভানো সম্ভব হয়নি। বিস্ময়কর এ দৃশ্য দেখতে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ভিড় জমায় রমনা রেলস্টেশনে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চিলমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে গাছের কাণ্ডের গভীরে প্রবেশ করা সম্ভব না হওয়ায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই। আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও সফলতা আসেনি। এরপর রেলওয়ে ও বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।”ঘটনার পরপরই বন বিভাগ সরেজমিন তদন্ত করার জন্য বন বিভাগের লোক পাঠিয়েছে । প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে বন কর্মকর্তারা মনে করছেন, এটি প্রাকৃতিক কোনো কারণে ঘটে থাকতে পারে।

বন বিভাগের সহকারী সংরক্ষক মো. রাশিদ আরিফ জানান, “গাছটি বহু পুরনো হওয়ায় এর ভেতরের কাঠ শুকিয়ে গেছে। দীর্ঘদিনের খরা এবং অনবর্ষার কারণে কাঠের ভেতর অত্যন্ত শুষ্ক পরিবেশ তৈরি হয়েছে। ফলে কোনোভাবে সৃষ্ট একটি অল্প আগুন, হয়তো সিগারেটের টুকরো কিংবা ঘর্ষণের কারণে, গাছের গহ্বরে প্রবেশ করে দাহ বিক্রিয়া শুরু করতে পারে। তবে আমরা বিষয়টি তদন্ত করে নিশ্চিত তথ্য জানাব।”তিনি আরও জানান, যদি দেখা যায় গাছটি আশেপাশের পরিবেশ ও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, তাহলে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গাছের ভেতরে আগুন লাগার ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানান ব্যাখ্যা ও গুজব। কেউ একে ইচ্ছাকৃত কাজ বলছেন, আবার কেউ অলৌকিক ঘটনা বলে মনে করছেন।রমনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিষ্টি আক্তার বলেন, “স্কুলে এসে শুনি রেলস্টেশনের পাশে গাছের ভেতরে আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে দেখতে এসেছি। এত পুরনো গাছের ভেতর এমন আগুন, দেখে খুব অবাক হয়েছি।”এ ঘটনার সঠিক ব্যাখ্যা ও কারণ জানতে বন বিভাগ, প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ সম্মিলিতভাবে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীও দ্রুত প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন, যাতে কোনো গুজব বা ভীতি না ছড়ায়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *