জুলাই ৮, ২০২৫
Home » বন্যা পরবর্তী পুনর্ভাসন কমলনগরে শত পরিবারকে ঘর দিচ্ছে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’
received_1935508820536823
মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ২০২৪ এর বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০১ পরিবারকে ঘর দিচ্ছে ‘আস সুন্নাহ ফাউন্ডেশন।’ সোমবার বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়ন ওই ঘর পরিদর্শন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ  আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলার প্রজেক্ট এক্সিকিউটিভ মো রাহাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও আস সুন্নাহ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক  মো শরীফুল ইসলাম, হেফাজত ইসলামে বাংলাদেশ সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, রিয়াজুল উলুম কাওমী মাদ্রাস মোহতামি মাওলানা বেলাল হোসেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকাদার  শেখ মতিউর রহমান প্রমূখ। জানা যায়, আস-সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে বন্যা দুর্গত অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *