জুলাই ১২, ২০২৫
Home » মদন হাসপাতালে আউটডোরে সময় মতন মিলছে না ডাক্তার, রোগীরা হচ্ছে সেবা বঞ্চিত
received_1081909617369825
শফিউল আলম রানা, নেত্রকোনা স্টাফ রিপোর্টার :
নেত্রকোনার মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের  আউটডোরে রোজ বুধবার ২ জুলাই সকাল ১০ টা থেকে সাড়ে ১১.৩০টা পর্যন্ত ছিলনা আউটডোরে কোন ডাক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো আউটডোরে ডাক্তার না থাকার  কারণে রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের এমন অভিযোগে রোজ বুধবার আউটডোরে গিয়ে দেখা যায়, শতাধিক রোগী টিকিট  হাতে নিয়ে অপেক্ষা করছেন ডাক্তারের জন্য। দূরদুরান্ত   থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, তাদের অভিযোগ ২ ঘন্টা সময় ধরে অপেক্ষা করছেন ডাক্তারের জন্য। ডাক্তার না আসার কারণে তারা চিকিৎসা সেবা নিতে পারছে না। সময়মতো আউটডোরে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে গুরুতর অসুস্থ রোগীদেরও অন্যত্র রেফার করতে হচ্ছে।
 বিশেষ করে মদন উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল। মদন উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন ডাক্তার থাকার নিয়ম রয়েছে। আউটডোরে একজন ডাক্তারও না থাকার কারণে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে মদন উপজেলাবাসী। কদমশ্রী  থেকে চিকিৎসা সেবা নিতে আসা আব্দুল মান্নান বলেন, অসুস্থ শরীর নিয়ে সকাল ১০ টা থেকে ১ ঘন্টা ধরে অপেক্ষা  করছি ডাক্তারের জন্য কখন যে ডাক্তার আসবে তা বলা যাচ্ছে না। মাখনা গ্রামের রিনা আক্তার বলেন, অটো রিক্সা রিজার্ভ করে চিকিৎসা নিতে আসলাম হাসপাতালে এখন ২ ঘন্টা ধরে বসে আছি কোন ডাক্তার নাই। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সেই সাথে অন্যান্য জনবল ও সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই সমস্যা সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন মনে করেন জনপ্রতিনিধি সুশীল সমাজ ও রাজনীতিবিদ। এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা  ডাক্তার নুরুল হুদা বলেন, পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার রয়েছে। ২ জন ডাক্তার রাতে ডিউটি করেছে। তাদের দিনে ডিউটি বন্ধ রয়েছে। তিনি এও বলেন, আশিক নামের একজন ডাক্তার অনুপস্থিত রয়েছে। এবং আউটডোরে সঠিক সময়ে কেন ডাক্তার ছিল না , বিষয়টা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান বলেন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (পঃপঃ কর্মকর্তা) সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *