

মোঃ হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধি
লক্ষীপুর রামগতি ৬নং চর আলগী ইউনিয়ন ৫নং ওয়াড়ের সোনাপুর সড়কে স্টিলের ব্রিজের পাশে কালের খাল নামে পরিচিত,, মেঘনা নদী থেকে ছেড়ে আসা একটি খাল। সে খালটির পাশে রয়েছে কয়েকটি গ্রাম একটি ক্লিনিক ও দুইটি মসজিদ একটি মাদ্রাসা।খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা। সে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা ও চার-পাঁচটি গ্রামের মানুষ।কিন্তু জোয়ারের পানির কবলে রাস্তাটি ভেঙ্গে খালের বিতর ভিলেন হয়ে যায়।
চর হাসান হোসেন কমিউনিটি ক্লিনিকের রাস্তাটি প্রবল পানির স্রোতে রাস্তাটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। এই রাস্তাটির পাশে ক্লিনিকসহ সামাজিক অনেকগুলি প্রতিষ্ঠান অবস্থিত,
স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শত শত ছাত্র-ছাত্রী যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষিজমি আবাদ করা ও সামাজিক যোগাযোগ ব্যবস্থা গুলিতে ব্যর্থ হচ্ছে এলাকার মানুষগুলো।