জুলাই ৮, ২০২৫
Home » শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি
PIC 000383838(38)

মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে গতকাল সোমবার ভোরে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন মেসার্স মুরাদ স্টোরের মালিক মো: মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে গতকাল সোমবার ভোর ৫টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ৫টি দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভূষি, খাদ্য পণ্য, কসমেটিক, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স মুরাদ স্টোরের মালিক মো: মুরাদুজ্জামান বলেন, আমার একটি মুদি দোকান ও দুইটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এত আমার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক বলেন, ভোরে খবর পাই দোকানে আগুন লেগেছে। অগ্নিকান্ডে আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮০-৯০ লক্ষ টাকার
মতো ক্ষয়ক্ষতি হয়েছে। শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, অগ্নিকান্ডে আমার দোকানের সকল মালামাল পুড়ে গেছে।

এতে আমার প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। ওই সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কামনা করেন। শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: আশরাফ হোসেন জানান, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *