

শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার
জামালপুর ইসলামপুরে ২৮ শে জুন শনিবার দিনব্যাপী চক্কু সেবা দেওয়া হয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সত্য ছায়া সামাজিক সংগঠন। এই ধারাবাহিকতার অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে ও জামালপুর যমুনা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দু’টি স্থানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হয় গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে অসংখ্য রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয় এবং যাদের অপারেশনের প্রয়োজন, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অপারেশনের ব্যবস্থাও করা হয়। দ্বিতীয় ক্যাম্পটি আয়োজন করা হয় ইসলামপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বোয়ালমারী এলাকায়। এখানেও অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং অপারেশনের জন্য প্রয়োজনীয় রোগীদের ফ্রি অপারেশন নিশ্চিত করা হয়।
উক্ত দুটি ক্যাম্পে সম্মানিত উপস্থিত ছিলেন:
নুসরাত জাহান রোমানা, প্রধান পরিচালক, সত্য ছায়া সামাজিক সংগঠন ইমরানুল হাসান সুমন, সভাপতি, কেন্দ্রীয় কমিটি আরাবী হুসাইন শাহ আলম, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মেহেদী হাসান মেরাজ, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি রাফিয়ান জামান বিশাল, জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটি সোহানুর রহমান সোহান, উৎসাহী সহযোদ্ধা মহসিন হাসান শ্রাবণ, স্থায়ী সদস্য, কেন্দ্রীয় কমিটি
রিফাত, তারুণ্যের আরেকটি শক্তি জেলা কমিটির সদস্যবৃন্দ: ফেরদৌস আহমেদ ফিরোজ, খন্দকার মনির হোসেন, সামিউল হক ফারুকী, মনোয়ার রহমান, রিফাত বিন অলিল, এসএম হিমেল, আরাফাত সহ আরও অনেকেই। এই মানবিক উদ্যোগে সত্য ছায়া সামাজিক সংগঠনের সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। সংগঠনটি বিশ্বাস করে“সত্যের আলোয়, মানবিকতায়; সব সময় অসহায় মানুষের পাশে থাকাই আমাদের মূল দায়িত্ব।”