

মোঃ আলা উদ্দিন, উপজেলা প্রতিনিধি লামা
আজ ০১.০৭.২০২৫ ইং ১১.৩০মিনিটে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সরকারি মাতামুহুরী কলেজ, লামা ছাত্রদলের কর্মসূচি শুরু হয় । এতে উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম তুষার, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকাশ।বলতে গেলে সরকারি মাতামুহুরী কলেজ লামা ছাত্রদলের নবগঠিত কমিটির সুপার ফাইভের সবাই এবং সরকারি মাতামুহুরী কলেজ,লামা ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীরা। প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে ছাত্রদলের আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ সরকারি মাতামুহুরী কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে সংগঠনটি।
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মাসব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যোম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে।