জুলাই ৮, ২০২৫
Home » সাংবাদিক জামালকে অপহরণ ও নির্যাতন: সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
kkkkk

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং সেচ্ছাসেবক দলের নেতা মোঃ মফিজার রহমান রাজুর বিরুদ্ধে সাংবাদিক রিয়াদুল ইসলাম জামালকে অপহরণ, নির্যাতন এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক জামাল এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন, যা রাজুর অতীতের বিতর্কিত কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করে।

ঘটনার সূত্রপাত:
গত ২০শে মে রাত আনুমানিক ১১টায় সাংবাদিক জামালকে ফোন করে জরুরি কথা বলার জন্য বাসার পাশের চায়ের দোকানে ডাকেন মফিজার রহমান রাজু। জামাল সরল বিশ্বাসে সেখানে গেলে, রাজু তার কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ডেকে পাঠান। এরপর রাজু তার মোটরসাইকেল তাদের হাতে তুলে দিয়ে জামালকে গাড়িতে করে তুলে নিয়ে যেতে বলেন। জামাল চিৎকার করার চেষ্টা করলে, কিশোর গ্যাংয়ের একজন তার পিঠে পিস্তল ধরে। প্রাণের ভয়ে জামাল বাধ্য হয়ে তাদের সাথে মোটরসাইকেলে ওঠেন।

নির্যাতন ও মুক্তিপণ আদায়:
জামালকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পকেট রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে সারারাত “বাবা খাওয়ার আড্ডা” চলে বলে তিনি উল্লেখ করেন। সেই রাতে জামালকে অমানবিক নির্যাতন করা হয়। রাজু সাহেব লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন এবং বুকের উপর উঠে চাপ সৃষ্টি করেন। সকাল হলে, রাজু ও তার কিশোর গ্যাং জামালের স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। সারাদিন আলোচনার পর বিকেলে ৪টায় জামালের স্ত্রী ৫০ হাজার টাকা দিতে রাজি হন। টাকা পাওয়ার পর রাজু ও তার গ্যাং জামালকে ছেড়ে দেয়।

প্রাণনাশের হুমকি ও পুনরায় মুক্তিপণ দাবি:
মুক্তি পাওয়ার আগে রাজু ও তার কিশোর গ্যাং জামালকে হুমকি দেয় যে, এই ঘটনা পুলিশ বা অন্য কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এরপর, ৬ই জুন, জামালের অজ্ঞাতনামা একজন কিশোর গ্যাং সদস্য ফোন করে আরও ৫০ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য চাপ দেয়। জামাল কারণ জানতে চাইলে, ওই সদস্য জানায় যে ৫০ হাজার দিয়েছে, আরও ৫০ হাজার দিতে হবে, অন্যথায় তাকে মেরে ফেলা হবে। জামাল ফোন কেটে দিলে, তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাকে এবং তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জামালের কাছে এই হুমকির স্ক্রিনশট এবং নির্যাতনের প্রমাণ ও সাক্ষী রয়েছে।

মফিজার রহমান রাজুর বিতর্কিত অতীত:
ভুক্তভোগী সাংবাদিক জামাল জানান, মোঃ মফিজার রহমান রাজু একসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর “রাতারাতি কপাল খুলে যায়” তার। বর্তমানে তিনি আশুলিয়া এলাকায় কিশোর গ্যাং নিয়ে চলাফেরা করেন এবং কিশোর গ্যাংয়ের সাথে নিয়মিত মাদক সেবন করেন, বিশেষ করে বাংলা মদ ও ইয়াবায় আসক্ত। একইসাথে তিনি দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং একজন রাজনীতিবিদ। উল্লেখ্য, রিয়াদুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *