জুলাই ১২, ২০২৫
Home » সুযোগ পেলে কুমিল্লাবাসীর ভাগ্য বদলে কাজ করবো: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন
image (4)

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

গণসংযোগে বিএনপি নেতা বললেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাই “সুযোগ পেলে কুমিল্লাবাসীর ভাগ্য পরিবর্তন হবে”—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “আমি রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ক্ষমতা নয়। মানুষ আজ দিশেহারা, সেই মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”

সোমবার (তারিখ দিন) কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, “আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের অধিকার, উন্নয়ন এবং মর্যাদার জন্য কাজ করবো।”

ব্যারিস্টার মামুন আরও বলেন, “বর্তমান শাসন ব্যবস্থায় জনগণ বঞ্চিত, কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বৈষম্য প্রকট। এই বাস্তবতা বদলাতে হলে জনগণকেই পরিবর্তনের নেতৃত্ব নিতে হবে।” তিনি কুমিল্লার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, “ব্যারিস্টার মামুনের মতো শিক্ষিত, বিচক্ষণ এবং সৎ নেতার নেতৃত্বেই কুমিল্লার মানুষ উন্নয়নের স্বাদ পাবে।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *