জুলাই ৮, ২০২৫
Home » কমলনগরে ইমারজেন্সি ডিউটি ফেলে প্রাইভেট চেম্বার করেন ড.শিপলু সরকার ‘রোগী হয়রানির অভিযোগ
2025070315195936

{"data":{"pictureId":"861d8bc375ae44e6885b486fff8befdb","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ডা. শিপলু সরকারের বিরুদ্ধে জরুরী বিভাগে ডিউটি রেখে পাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠে। গত বুধবার সকাল সন্ধ্যা হাসপাতালের জরুরী বিভাগে ডিউটি ছিলো ডা. শিপল সরকারের, পেটব্যথা নিয়ে আসা রোগী শাহিদা আক্তার হাসপাতালের ইমারজেন্সি রুমে দীর্ঘক্ষণ কাতরালেও চিকিৎসক অনুপস্থিত। ওই সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অপেক্ষা করলেও ঘন্টার পর ঘন্টা দেখা মিলেনি দায়িত্বে থাকা চিকিৎসকের।
পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি হাসপাতালের বাহিরে ইনসাফ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করছেন। ভুক্তভোগীর অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর বিকেল সন্ধ্যায় পাইভেট চেম্বারে ব্যস্ত সময় পার করছেন ডা. শিপলু সরকার। এসময় ইনসাফ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হয়ে আসা রোগীর হাতে ডা. শিপলু সরকারের প্রেসক্রিপশন সাথে আল্ট্রাসনোগ্রাফি রির্পোট দেখা যায়। শুধু তাই নয় রোগীকে নিদিষ্ট ল্যাব ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি সহ সকল ধরনের পরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগ রয়েছে  এই চিকিৎসকের বিরুদ্ধে।
চর ফলকন গ্রামের মো, ইব্রাহিম নামে এক ব্যক্তি স্যোসাল মিডিয়ায় লেখেন ডা. শিপলু সরকার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চেম্বারে রোগীকে অপেক্ষায় রেখে হিন্দিগান গানের বিনোদন দেখতে ব্যস্ত থাকেন। এবং মোবাইলে মনোযোগ রেখেই প্রেসক্রিপশন লিখেন। সকল অভিযোগের বিষয়ে ডা. শিপলু সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার রোগী আমি যেকোন সময় আমার চেম্বারে দেখবো এবং কি দেখে কি লিখবো সেটা আমার ব্যপার। শেষে গনমাধ্যম কর্মীকে তার চেম্বারে দেখা করতে বলেন তিনি।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন,“ইমার্জেন্সি ডিউটির সময় বাইরে রোগী দেখার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখবো। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মো. আবু হাসান শাহীন কে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *