জুলাই ১২, ২০২৫
Home » ছিনতাইকারীদের হাতে কিশোর খুন
1000045794
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগন্জ, চুনারঘাট
জানা যায় হবিগন্জ শহরে ছিনতাইকারীদের হাতে এক যুবক নিহত হয় এবং বড় ভাই গুরুতর আহত হন।হবিগন্জ  শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকার ভাড়া বাসায় আজ ভোরে ছুরিকাঘাতে জনি দাশ , হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৫ পরীক্ষার্থী খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজ , ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়। নিহতের পরিবার পুলিশকে জানায় , চুরির উদ্দেশ্যে আসা অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে ধস্তাধস্তির সময়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় জনি দাশ ও তার ভাইকে এবং সেই অবস্থায় চোর দেয়াল টপকে পালিয়ে যায়। হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জনি দাশ কে মৃত ঘোষণা করেন। জনি দাশ এর মূল বাড়ি বাঘতলা, পৈলারকান্দি, বানিয়াচং এবং তাদের পিতা নর্ধন দাশ হবিগঞ্জ চৌধুরী বাজারের ছোট ব্যবসায়ী।
হবিগঞ্জ শহরে প্রতিদিন চুরি,  ছিনতাই, খাবারে ঘুমের ঔষধ ,টমটমে যাত্রীদের চেতনানাশক প্রদান করা হচ্ছে। শহরবাসী আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং খুনিকে দ্রূত সসয়ের মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনের সুদৃষ্টির জোর দাবী জানিয়েছেন। হবিগন্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেনএবং দ্রূত অপরাধী কে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *