জুলাই ১২, ২০২৫
Home » ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন
Messenger_creation_0FBE0477-272F-4478-8F0F-BC1B9BA30F25
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ                                          
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপি বৃক্ষরোপণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ^াস।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনদিন ব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউপি হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলজ ও ঔষধীর ৫ হাজার ৫শ ৫০ টি গাছ রোপন করা হবে। যার মধ্যে মেহেগনি ৪ হাজার, লেবু ৫০, জাম ২শ, কামরাঙ্গা ৫০, সোনালু ৪০, আমরা ৫০, পেয়ারা ১শ, আম ৩শ, চালতা ৫০, জলপাই ১শ, আমলকি ৬০ এবং ১০ টি কৃষ্ণচুড়ার গাছ রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *