জুলাই ৮, ২০২৫
Home » পাইকগাছায় ১০দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
Messenger_creation_56F1C2A5-8416-4BCB-B407-CDDBA682D858
 দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা প্রতিনিধি 
২০২৪-২৫ অর্থবছরে এডিপির অর্থায়নে পাইকগাছা উপজেলায় মহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ দিন ব্যাপী বিউটিফিকেশনের বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা চিন্ময় কুমার মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম সহ অংশরত ২০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষক ছিলেন, তানিয়া সুলতানা।
প্রশিক্ষণ কর্মশালাটি মূলত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্ম-উন্নয়নের জন্য আয়োজন করা হয়েছিল। প্রশিক্ষণার্থীরা বিউটি পার্লার ব্যবস্থাপনা, বিভিন্ন রূপসজ্জা পদ্ধতি, ত্বকের যত্ন, চুলের স্টাইল এবং প্রসাধনী সামগ্রী ব্যবহারের কলাকৌশল শিখেছেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে উৎসাহিত করবে। প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *