জুলাই ১২, ২০২৫
Home » ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

মামুন, জেলা প্রতিনিধি ফরিদপুর 

ফরিদপুরের ভাঙ্গায়  গলায় ফাঁস নিয়ে গৃহবধূ কেয়া বেগম (২০) আত্মহত্যা  করেছেন। জানা গেছে, গতকাল বুধবার  রাতে ভাঙ্গা উপজেলা তুজারপুর ‌গ্রামের  গৃহবধূ কেয়া বেগম , পিতা- কামাল খান, মাতা- নাজমা বেগম, তার বাবা মার ‌ সাথে রাতের খাবার খেয়ে, স্বামী ইসরাফিল ফকির (লিবিয়া প্রবাসী) এর সাথে  মোবাইল ফোনে কথা বলতে-বলতে  ঘুমানোর জন্য চৌচালা টিনের ঘরে চলে যায়। তার বাবা মা ‌ দোচালা টিনের ঘরে (খাবার ঘর) শুয়ে পড়ে।

রাত অনুমান বারোটার দিকে ‌ কেয়া বেগমের  মোবাইল বাজার শব্দ শুনে তার মা- নাজমা বেগম মোবাইল ফোন রিসিভ করার জন্য  ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে সারা শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকে ঘরের আড়ার সাথে ‌ কেয়া বেগমকে  ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তখন তার  বাবা ‌ পাশের ঘর থেকে দৌড়ে এসে টিনের দরজার ভেঙ্গে, ঘরে প্রবেশ করে মেয়ের লাশ নিচে নামান। তাদের কান্নাকাটির আওয়াজ পেয়ে আশপাশের লোকজন এসে ভাঙ্গা থানায় সংবাদ দেন। ভাঙ্গা থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *