জুলাই ৮, ২০২৫
Home » ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীকে জরিমানা, তদন্তে নেমেছে প্রশাসন
brc-tlr-abhyn

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানের বিষয়টি আজ (বুধবার) সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানে টিসিবির পণ্য মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। তল্লাশিতে ৭৯টি কার্টনে রাখা মোট ১,৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

দোকান মালিক কাউসার দাবি করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেল কিনে দোকানে বিক্রির জন্য এনেছিলেন। তবে বৈধ উৎসের প্রমাণ দেখাতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও তানভীর হোসেন আরও জানান, টিসিবির পণ্য কিভাবে ওই দোকানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো ডিলার জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে জব্দ করা তেল ন্যায্য উপায়ে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *