জুলাই ৮, ২০২৫
Home » রাণীশংকৈলে ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা সভা 
1000371759
এ.কে আজাদ,  রাণীশংকৈল প্রতিনিধি 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে বুধবার (২ জুলাই) বিকেলে ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থান -‘২৪’এ শহীদদের স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র জনতার আয়োজনে ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশীদ মামুন, জিয়া পরিষদ আহ্বায়ক শরিফউদ্দিন মাষ্টার, জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদুল ইসলাম,ছাত্র শিবির সাবেক সভাপতি সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য মোমিন হোসেন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে  বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তরা তাদের বক্তব্যে ২০২৪’র জুলাইয়ে গনঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদেরকে সর্বাগ্রে চরিত্র গঠন করতে হবে। এবং দেশের  সেবায় নিয়োজিত হতে হবে। এইসাথে তারা এ বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রতাজির গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহামুদ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *