জুলাই ৮, ২০২৫
Home » নওগাঁর ছেলে বিদেশের মাটিতে রহস্যজনক মৃত্যু 
স্টাফ রিপোর্টার 

নওগাঁর ছেলে বিদেশের মাটিতে রহস্যজনক মৃ*ত্যু স্বজনদের আহাজারি। নওগাঁর পত্নীতলায় গগনপুর গ্রামের হামিদুলের ছেলে সেলিম, দীর্ঘদিনযাবত পরিবারসহ নানার বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামে বসবাস করেন। অভাবী সংসারের স্বচ্ছলতা ফেরাতে  মানুষের নিকট থেকে ধার দেনা করে  দু বছর আগে মালোশিয়ায় পারি জমান সেলিম পরিবার কে নিয়ে একটু সুখে সান্তিতে থাকার আসায়।

হটাৎ করে গত রাতে খবর আসে সেলিম সেখানে আত্মহত্যা করেছেন। তবে কি কারনে এবং কেন আত্মহত্যা করেছে তা জান্তে পাড়া  যায় নি। তার মৃতদেহ কবে দেশে আসবে এ নিয়ে স্বজনদের আহাজারি বাবা মায়ের একমাত্র ছেলে সলিম,সেলিমের মৃত্যু সংবাদ শুনতে পেয়ে মা সেলিনা পাগল প্রায় এলাকায় চলছে শোকের মাতাম। তাহার গলায় ফাঁস লাগনো এই ছবিটা দেখে সাধারণ জণগণের মাঝে নানান প্রশ্ন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *