জুলাই ৮, ২০২৫
Home » নির্মাণের এক বছর যেতে না যেতেই সড়ক ধ্বসে পরল রামগতিতে
1000016669
মোঃ হাসান হাওলাদার, কমলনগর উপজেলা প্রতিনিধি 
নির্মাণের এক বছর যেতে না যেতেই কার্পেটিং করার আগেই পাকা সড়কে অন্তত দুটি স্থানে পুরোপুরি ধস নেমেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। সড়কের দুই পাশে ধরেছে ভাঙন। সামান্য বৃষ্টিতে জমে গেছে পানি। এতে দুর্ভোগে পড়তে হয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র ছাত্রী ও স্থানীয় প্রায় ১০ হাজার বাসিন্দাদের। এমন বেহাল অবস্থা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ করায় নির্মাণকাজ শেষ হতে না হতেই সড়কে ধস দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি, কার্যাদেশ মেনেই সড়কের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে উপজেলা প্রকৌশল কার্য়ালয় ৬৯ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা ব্যয়ে ৩৪৮ মিটার দৈর্ঘ ও ১২ ফিটের পাকা সড়ক নির্মান করতে দরপত্র আহবান করা হয়। লক্ষ্মীপুর জেলা শহরের মেসার্স এজে এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের নির্মাণকাজ নেয়। ২০২৪ সালের প্রথম দিকে সড়কের নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় এ বছরের প্রথম দিকে। এর অল্পকিছু দিনের মধ্যেই দেখা সড়কে দেয় ধস।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দুইটি স্থানের পাশে ইট-খোয়া-বিটুমিনসহ পুরো রাস্তায় ধসে গেছে। সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের। এখন সাঁকো দিয়ে স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ স্থানীয় বাসিন্দারা যাতায়াত করছে। নির্মাণের এক বছর যেতে না যেতেই সড়কটির ভাঙাচোরা অবস্থা দেখা দেওয়ায় চলাচলের বিঘ্ন ঘটছে। কোডেক কলোনি, কোডেক বাজার, লোকমান নগরসহ চর পোড়াগাছা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ব্রীজ হয়ে কোডেক বাজারে তরী তরকারি মুদি মালামাল বেচাকেনা করতে আসে এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও বাসিন্দারা এই সড়ক দিয়ে চলাচল করেন। সড়কের ধস নামায় চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, সড়কটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যালয়ে যাতায়াতে তাদের কষ্ট হয়। সড়কটি মেরামত করা প্রয়োজন। লোকমান নগর এলাকার বাসিন্দা মাইন উদ্দিন বলেন, যেভাবে সড়কের কাজ হওয়ার কথা ছিল, সে অনুযায়ী নির্মাণকাজ হয়নি। ফলে সড়ক ধসে গেছে। এখন সাঁকোর দিয়ে সড়ক পারাপার হতে হয়।
পোড়াগাছ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) নাজিম উদ্দিন দালাল বলেন, কাজ না হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দূর্ভোগে ছিল এখন যাক হলো ঠিকাদারের অনিয়ম কাজের কারণে সড়ক ধসে আরো দূর্ভোগ বেড়েছে। কোডেক কলোনী কোডেক বাজার, স্কুল মাদ্রাসাসহ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের এবং এলাকা এ সড়ক দিয়ে প্রায় দশ হাজার মানুষ যাতায়াত করে দূর্ভোগের কথা উপজেলা ইঞ্জিনিয়ার ও নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, পেলাসিটং মেঘাডমের কাজ শে হয়েছে। সড়কটি মেরামত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। আশা করি, জনসাধারণের চলাচলে দুর্ভোগ লাগবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *