
আবুল হাসান, স্টাফ রিপোর্টার:
এলাকার জনসাধারণের যাতায়াতের একমাত্র ইটসোলিংয়ের রাস্তা। প্রতিনিয়ত শতশত মানুষেরা জাতায়াত করে থাকে। সেই রাস্তাটির মর্মান্তীক অবস্থা হয়েছে। দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়ার সেকেন্দ্রার দফাদার পাড়ায় পিচের নতুন কাজ করতে যেয়ে। সেখানে নতুন পিচকরণের কাজ করতে যেয়ে বাহির এলাকার থেকে বড়ধরনের ড্রামট্রাক যোগে ইটের খোয়া দিন ব্যাপী ইটসোলিংয়ের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ফলে রাস্তাটির বেহাল অবস্থা। ট্রাক যাওয়াতে ইটসোলিংয়ের রাস্তাটির বিভিন্ন যায়গায় ইটএলোমেলোও গর্তের সৃষ্টির ফলে গর্তে বৃষ্টির পানি জমে চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। পিচের রাস্তার কাজ সম্পুর্ন হওয়ার পরে কি বেহাল অবস্থায় ইটসোলিংয়ের রাস্তার পরিবর্তনে এটিও পিচ হবে কি এমনই প্রশ্ন অনেকের।সরজমিন পরিদর্শনে যাওয়া হয়। দেখা যায় বেশকিছু লোকজনের উপস্থিতি। লোকজন কেন জানতে চাইলে বলেন, বড়ধরনের ট্রাকে বাহির এলাকার থেকে খোয়া ইটসোলিংয়ের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ফলে আমাদের বাড়ি থেকে বাহির হয়ে রাস্তায় উঠে চলার পথে মধ্যে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এমনই জানিয়েছেন বলে জানা গেছে। তাই জনসাধারণের পক্ষে বেহাল অবস্থায় ইটসোলিংয়ের রাস্তাটি পিচকরণের লক্ষ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী।