জুলাই ৮, ২০২৫
Home »  শিক্ষককে ফাঁসাতে গুরুতর অভিযোগ গৃহবধূর
1000016845
মোঃ হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষকের বিরুদ্ধে  এক গৃহবধূর আপত্তি জনক অভিযোগ দিয়ে ফাঁসানোর অপচেষ্টার খবর পাওয়া গেছে। এই নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্হানীয় একটি চক্রের ইন্দনে এলাকার আদিপত্য বিস্তার করে ওই গৃহবধূ দিয়ে শ্লীলতাহানির অভিযোগে নাটক সাজায়।
জানা যায়, উপজেলার চরকাদিরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের জান্ডার খাল এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে মাওলানা মোঃ রিজওয়ান হাববী দীর্ঘ দিন ধরে নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডার চর ইউনিয়ন একরামুল করিম বাজার সংলগ্ন আল ইকরা ইসলামিয়া মডেল মাদরাসা ( মুহতামিম) প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিন রাতে একই প্রতিবেশী গৃহবধূ  সুমাইয়া আক্তার স্হানীয় কুচক্রী মহলের পাতানো ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী প্রতিষ্ঠানে গিয়ে উঠে। ঘটনার গভীর রাতে একজন নারীর পক্ষে ওই দুরবর্তী এলাকা গিয়ে অবস্থান করার বিষয়টি রহস্যজনক উল্লেখ করে বলাবলি চলছে।
স্হানীয়রা আরো জানান, স্বামী আজগর হোসেন সুমাইয়াকে বিয়ে করার আগে একটি বিয়ে করেন। ওই ঘরে একটি সন্তান ছিল তার। সন্তানর তথ্যগোপন করে সুমাইয়াকে বিয়ে করে। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। দীর্ঘদিন  আজগরের সাথে বনিবনা হচ্ছিলনা ওই গৃহবধূ ও তার পরিবারের। গৃহবধূ সুমাইয়ার অভিযোগ এক বছর আগে চট্টগ্রামের আজগর হোসেন নামে এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। চট্টগ্রামে থাকা স্বামীর অনুপস্থিতিতে  প্রতিবেশী রিজওয়ান হাবিবীর সাথে প্রেমের সম্পর্ক করেন তিনি।  এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে তার মাদ্রাসায় যাওয়ার প্রস্তাব দেয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে অভিযুক্ত শিক্ষক রিজওয়ানা হাবিবী জানান। প্রতিবেশী একটি সংঘবদ্ধ চক্র আমাকে সামাজিক ভাবে হেয় করতে ওই গৃহবধূকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন।আমি এঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনী হস্তক্ষেপ কামনা করছি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *