

মোঃ আবু বক্কার, সাতক্ষীরা প্রতিনিধি :
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫)জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া অসহায় নারীদের এন জেড ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সকাল ১১ টাই তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংস্থার পরিচালক মীর মোশাররফ হোসেন মন্টু’র সভাপতিত্বে ও মোঃ ইব্রাহিম খান এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা মুস্তাফিজ ।
এতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিশু ফাউন্ডেশন এর আঞ্চলিক পরিচালক জনাব মোঃ জাহিদুর রহমান, রসুলপুর হানাফী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু বক্কার সিদ্দিকী । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এন জেড সংস্থাটি মহতী উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে আগ্রহী হচ্ছে। যদি ইচ্ছা থাকে, তবে একটি সেলাই মেশিন দিয়েই একটি পরিবারের জীবিকা নির্বাহ সম্ভব।” প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২১ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।