

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ইসলামি আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা সোলায়মান ভূঁইয়া ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রউফকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ জুলাই রোজ রবিবার বিকাল ৪ টায় ইসলামি আন্দোলন বাংলাদেশর ঘাটাইল উপজেলার ১ নং দেউলাবাড়ি ইউনিয়ন শাখার অফিস কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর দেউলাবাড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা মুনাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-০৩ ঘাটাইল সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সদস্য মাওলানা মুফতি সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশের ঘাটাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সব শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।