Dhaka 3:21 pm, Saturday, 8 November 2025

ডিসি অফিসে স্মারকলিপি দিয়েও আশ্রয়ণ প্রকল্পে ঘর পেল না প্রকৃত ভূমিহীনরা

  • Reporter Name
  • Update Time : 07:48:34 am, Wednesday, 23 July 2025
  • 167 Time View
মোস্তাক আহমেদ (বাবু) রংপুর
(২২শে জুলাই রোজ মঙ্গলবার) বিকেল চার ঘটিকার সময়  রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পের ঘর না পাওয়া বঞ্চিত মানুষেরা আবারো একত্রিত হয়ে,শল্লার-বিল আশ্রয়ন প্রকল্পে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন বাসিন্দারা । সরজমিনে গিয়ে দেখা যায়,বিশাল আকারে এই মানববন্ধন টি পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সে সময়,ভুক্তভোগীদের আহাজারীর কথা তুলে ধরেন,গণ অধিকার পরিষদের জেলা সদস্য মোঃ খাইরুল ইসলাম ও উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট জিহাদ হোসেন পাটোয়ারী,এবং এই মানববন্ধনের আয়োজক জুলাই আ- ন্দোলনের সৈনিক,ডাব বিক্রেতা মো,জসিম উদ্দিন বাটুল সহ,স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরাও অংশ নেন মানব- বন্ধনে ।
বক্তারা বলেন,টাকা ছাড়া মেলে না আশ্রয়ণ প্রকল্পের ঘর, এ যেন বৈষম্যের আরেকটি নমুনা উদয় হচ্ছে ২০২৫শে এসে, কেবল তারাই ঘরের মালিক,যারা টাকা দিতে পারছে।
মানববন্ধনে আসা ভূমিহীনরা বলেন,উপজেলা নির্বাহী কর্ম- কর্তার অফিসে মানববন্ধন করা হয়,ও ডিসি অফিসে মানব- বন্ধন করে স্মারকলিপি জমা দেই। তারপরও কেনই বা,সারা মিলছে না,প্রকৃত ভূমিহীনদের ঘর পাওয়ার দিশা। জেলা প্র – শাসক এ ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও তা কতটুকু বাস্তবায়িত হবে,তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় ভূমিহীন বাসিন্দারা। তাই এলাকাবাসীর দাবি,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতি,ঘর গুলো যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ভূমিহিনদের মাঝে বিতারণের  সু-বিচারের করেন।
বক্তরা আরো বলেন,ভূমিহীন অসহায় মানুষের এই প্রকল্পে যারা টাকার বিনিময়ে ঘর নিয়েছেন,এবং যারা টাকার বিনি- ময় ঘর দিয়েছেন,তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান মানববন্ধনে থাকা নির-আশ্রয় ভূমিহী- নরা । এ বিষয়ে,বর্তমান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো,রাসেল বলেন,ঘর বিতারণের সময় হয়তো কথিত কিছু অনিয়ম হতে পারে,তা খতিয়ে দেখা হবে,এবং প্রকৃত ভূমিহী- নরা যেন ঘর পান,সে ব্যবস্থা দ্রুত নেয়া হবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিএনপির প্রার্থী সা চিং প্রু জেরীর সাথে লামা মহিলা নেতৃবৃন্দের সাক্ষাৎ

ডিসি অফিসে স্মারকলিপি দিয়েও আশ্রয়ণ প্রকল্পে ঘর পেল না প্রকৃত ভূমিহীনরা

Update Time : 07:48:34 am, Wednesday, 23 July 2025
মোস্তাক আহমেদ (বাবু) রংপুর
(২২শে জুলাই রোজ মঙ্গলবার) বিকেল চার ঘটিকার সময়  রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পের ঘর না পাওয়া বঞ্চিত মানুষেরা আবারো একত্রিত হয়ে,শল্লার-বিল আশ্রয়ন প্রকল্পে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন বাসিন্দারা । সরজমিনে গিয়ে দেখা যায়,বিশাল আকারে এই মানববন্ধন টি পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সে সময়,ভুক্তভোগীদের আহাজারীর কথা তুলে ধরেন,গণ অধিকার পরিষদের জেলা সদস্য মোঃ খাইরুল ইসলাম ও উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট জিহাদ হোসেন পাটোয়ারী,এবং এই মানববন্ধনের আয়োজক জুলাই আ- ন্দোলনের সৈনিক,ডাব বিক্রেতা মো,জসিম উদ্দিন বাটুল সহ,স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরাও অংশ নেন মানব- বন্ধনে ।
বক্তারা বলেন,টাকা ছাড়া মেলে না আশ্রয়ণ প্রকল্পের ঘর, এ যেন বৈষম্যের আরেকটি নমুনা উদয় হচ্ছে ২০২৫শে এসে, কেবল তারাই ঘরের মালিক,যারা টাকা দিতে পারছে।
মানববন্ধনে আসা ভূমিহীনরা বলেন,উপজেলা নির্বাহী কর্ম- কর্তার অফিসে মানববন্ধন করা হয়,ও ডিসি অফিসে মানব- বন্ধন করে স্মারকলিপি জমা দেই। তারপরও কেনই বা,সারা মিলছে না,প্রকৃত ভূমিহীনদের ঘর পাওয়ার দিশা। জেলা প্র – শাসক এ ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও তা কতটুকু বাস্তবায়িত হবে,তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় ভূমিহীন বাসিন্দারা। তাই এলাকাবাসীর দাবি,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতি,ঘর গুলো যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ভূমিহিনদের মাঝে বিতারণের  সু-বিচারের করেন।
বক্তরা আরো বলেন,ভূমিহীন অসহায় মানুষের এই প্রকল্পে যারা টাকার বিনিময়ে ঘর নিয়েছেন,এবং যারা টাকার বিনি- ময় ঘর দিয়েছেন,তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান মানববন্ধনে থাকা নির-আশ্রয় ভূমিহী- নরা । এ বিষয়ে,বর্তমান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো,রাসেল বলেন,ঘর বিতারণের সময় হয়তো কথিত কিছু অনিয়ম হতে পারে,তা খতিয়ে দেখা হবে,এবং প্রকৃত ভূমিহী- নরা যেন ঘর পান,সে ব্যবস্থা দ্রুত নেয়া হবে।