
স্টাফ রিপোর্টার
নরসিংদী সদর উপজেলা মোড়ে মায়ের সামনেই সন্তানের উপর ধারালো ছুড়া দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মাইনউদ্দিন (১৭) কে রক্তাক্ত জখম করার সংবাদ পাওয়া গেছে। জানাযায় ছিনতাই কারির নাম মোঃ মাছুম মিয়া। এবিষয়ে আহতের মা, মোর্শেদা বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ইতিপূর্বে আসামি মাছুম মিয়া কে আটক করে পুলিশ। অভিযুক্ত আসামি মাছুম জেলহাজতে রয়েছে।
Reporter Name 























