
সোহান মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মাস্টারপাড়া বাবর আলীর ছমিলের ভিতরে একটি পাথর,বালু ও বিটুমিনের মিক্সার মেইন বসিয়ে ঠিকাদারের লোকজন মেশিনটি চালু করেন উক্ত মেশিন থেকে নির্গত ঘন কালো বিষাক্ত ধোঁয়া বের হওয়া শুরু হলে। আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে থাকে।
সেই সময় ওই এলাকার অনেকেই ইতোমধ্যে শ্বাসকষ্টসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগতেছিলেন। স্থানীয় লোকেরা ঠিকাদারের লোকজনকে মেশিন বন্ধ করার জন্য বাধা দিলে ছমিলের বাবর আলীর ছত্রছায়ায় মেশিনটি চালু করেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান,গণমাধ্যম কর্মীসহ উপজেলা প্রশাসনকে অবগত করলে স্থানীয় লোকজন মেশিনটি বন্ধ করে দেন। কিন্তু গত বৃহস্পতিবার ও শুক্রবার মিক্সার মেশিনটি বন্ধ থাকার পর শনিবার আবারও ছমিলের বাবর আলী ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন মেশিন চালু করলাম কার ক্ষমতা আছে পারলে মেশিন বন্ধ করবে।
চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আবারও এলাকাবাসী দুইজন গণমাধ্যম কর্মীকে বিষয়টি অভিযোগ করলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই গণ মাধ্যম কর্মী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা‘র ও উপজেলা ইঞ্জিনিয়ার মাহমুদুল হোসেনের সহযোগিতা চান। পরে উপজেলা নির্বাহী অফিসার সহযোগিতায় এবং এলাকারবাসীর তোপের মুখে পড়ে ছমিলের বাবর আলী ও ঠিকাদারের লোকজন।
ঘটনাটি বড় আকার ধারণ করার আশংকা থাকায় ঘটনাস্থলে পুলিশ আসেন। পরে পরিস্থিতি বেগতি দেখে ঠিকাদারের লোকজন মালামাল সামগ্রী ও মিক্সার মেশিনটি নিয়ে পালিয়ে যান। উক্ত জনবহুল এলাকা থেকে মিক্সার মেশিন সরিয়ে নেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইঞ্জিনিয়ারকে সাধুবাদ জানান।
Reporter Name 



















