Dhaka 3:50 pm, Saturday, 8 November 2025

মেহেরপুরের আলোচিত জামাল হত্যা মামলায় একজনের ফাঁসি

  • Reporter Name
  • Update Time : 11:48:06 am, Monday, 28 July 2025
  • 269 Time View

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আলোচিত জামাল হত্যা মামলায় বাচ্চু মিয়া (৪০) নামে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। 
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার থানাপাড়া এলাকার হাশেম মিয়ার লিচু বাগানে জামাল হোসেনকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি বাচ্চু মিয়া। ঘটনার দুই দিন পর ১০ সেপ্টেম্বর নিহত জামালের ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন আহম্মেদ। তদন্তকালে আসামি বাচ্চু মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে জামালের ব্যবহৃত ব্যাটারি চালিত অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সন্তুষ্ট। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা জানান, আমরা রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকা ১৯ আসনে নির্বাচনী প্রস্তুতি সভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

মেহেরপুরের আলোচিত জামাল হত্যা মামলায় একজনের ফাঁসি

Update Time : 11:48:06 am, Monday, 28 July 2025

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আলোচিত জামাল হত্যা মামলায় বাচ্চু মিয়া (৪০) নামে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। 
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার থানাপাড়া এলাকার হাশেম মিয়ার লিচু বাগানে জামাল হোসেনকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি বাচ্চু মিয়া। ঘটনার দুই দিন পর ১০ সেপ্টেম্বর নিহত জামালের ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন আহম্মেদ। তদন্তকালে আসামি বাচ্চু মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে জামালের ব্যবহৃত ব্যাটারি চালিত অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সন্তুষ্ট। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা জানান, আমরা রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।